ওমানের রাজধানী মাসকটের বিমানবন্দর থেকে ভারতের কেরালার কোচির উদ্দেশে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই বিমানটিতে শিশুসহ মোট ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল। খবর খালিজ টাইমসের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রী নিয়ে বিকেলে কেরালার উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৯-৪৪২। এ সময় হঠাৎ এর একটি ইঞ্জিন থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিমান থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এ ঘটনায় এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই বিমানের যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
Drop your comments: