নিজস্ব প্রতিবেদকঃ এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অবস্থিত কেন্দ্রগুলো থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।
রবিবার (৩১ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, বিদেশে অবস্থিত ৯টি কেন্দ্র থেকে ৩৩৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৮ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৮ জন। এসব কেন্দ্রগুলোতে মোট পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটিতে শতভাগ পাস অন্যটিতে ৯২ শতাংশ।
আবুধাবীতে শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলে ৯২ শতাংশ পাস ও বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
Drop your comments: