সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র্য থাকবে না। নিজ নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের উপহার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ আহবান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুজিববর্ষে গৃহহীন ১৬০ পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের ৮১ জন সচিব।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে বসবাস করা বস্তিবাসীদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে। সরকার সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে। দেশের কোনো জমি অনাবাদি রাখা যাবে না। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার ব্যবস্থা করে দেয়া হবে। করোনাকালে গ্রাম পর্যায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
Drop your comments: