
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের উপস্থিতি। ২২ জুলাই এয়ারলাইন্সটির যুক্তরাষ্ট্র নেটওয়ার্কে ১২তম গন্তব্য হিসেবে যুক্ত হচ্ছে ফ্লোরিডার মায়ামি। সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করবে নতুন এই গন্তব্যটিতে।
মায়ামিতে কার্যক্রম শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৭০টি ছাড়িয়ে যাবে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য ২৬ হাজারের অধিক যাত্রী আসনের সংস্থান হবে।
বর্তমানে যে সব শহরে এমিরেটসের ফ্লাইট রয়েছে সেগুলো হলো- বোস্টন, শিকাগো, নিউইয়র্ক (জেএফকে ও নিউআর্ক), হিউস্টন, ডালাস, এস এঞ্জেলেস, স্যান ফ্লান্সিসকো, সিয়েটেল, ওয়াশিংটন ডিসি এবং অরল্যান্ডো।
Drop your comments: