![IMG_20200928_224312](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200928_224312.jpg)
এমসি কলেজে গণধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সিলেটের হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে বেড়াতে যান ওই গৃহবধূ। এসময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে গণধর্ষণ করে তারা।
খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
এরপর, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সুনামগঞ্জের ছাতক থেকে প্রধান আসামি সাইফুর ও মাধবপুর এলাকা থেকে চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আরেক আসামি রাজনকে গ্রেফতার করে পুলিশ।