কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক লক্ষ্মীপুর–-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। ৭ ই জুন দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাকে আটক করে এবং পরবর্তীতে কোর্টে উপস্থাপন করে। কোর্ট তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দূতাবাস ও কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির বরাতে এ তথ্য মিলেছে।
তবে রাষ্ট্রদূত বলেছেন, তাঁকে কেন আটক করা হয়েছে তা জানতে রোববারই দূতাবাসের তরফে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু সোমবার বিকাল পর্যন্ত সেই চিঠির জবাব আসেনি। রাষ্ট্রদূত আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে বিকাল ৪টায় সব কিছু বন্ধ হয়ে যায়। তার ধারণা এ কারণে জবাব পেতে হয়তো দেরি হচ্ছে।
Drop your comments: