উত্তরার ১২ নম্বর সেক্টরের রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে ছিল প্রতারক শাহেদের টর্চার সেল। প্রতারণার নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার পর কেউ তার কাছে টাকা চাইতে গেলে ওই টর্চার সেলে চালানো হতো নির্যাতন।
রিজেন্টে অভিযানের পর এমন নানা নির্যাতনের তথ্য বেরিয়ে আসছে। কথা বলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। শাহেদের নির্যাতনের শিকার লোকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এমনই একজন জানান, তার কাছে টাকার জন্য গিয়ে ছিলাম। টাকা চাওয়া মাত্রই তার লোকজন আমার দুই হাত ধরে শাহেদের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে শাহেদ নিজেই আমাকে নির্যাতন করে।
শাহেদ একজনকে নির্যাতন করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ওই ছবিটি কে বা কারা প্রকাশ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
Drop your comments: