ঈদের আগে থেকেই ভোজ্যতেলের বাজারে চলছে সংকট। এরইমধ্যে পেঁয়াজের মোকামে নৈরাজ্য তৈরি হয়েছে। চাষিদের সুরক্ষা দিতে আপাতত নতুন করে এই নিত্যপণ্যটি আমদানি বন্ধ রেখেছে সরকার। আর এর সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
মজুদে টান না পড়লেও কয়েকদিন ধরে দেশি পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে খুচরাতে একেক জায়গায় একেক দামে বিক্রি হচ্ছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নজরেও এসেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, আমদানি বন্ধের ঘোষণার পর থেকে দেশি পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বড় বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। আর পাড়া-মহল্লায় দাম রাখা হচ্ছে ৫৫ টাকা।
Drop your comments: