একের পর এক ভুল করেই চলেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সাকিবের গলাকাটা ছবিতে শহিদুলের মাথা জোড়া দিয়ে সমালোচিত বিসিবি প্রথম টেস্ট শুরুর সময় নিয়েও ভুল করেছিল। খেলার টিকিটে সকাল ১০টার বদলে উল্লেখ করে রাত ১০টায় খেলা। সেই ভুলের রেশ না কাটতেই এবার দেশের নামই ভুল লিখলো বিসিবি।
চট্টগ্রামে টেস্ট শুরুর আগে বিসিবির পক্ষ থেকে দেয়া খেলোয়াড় তালিকায় দেখা যায় ইংরেজিতে লেখা বাংলাদেশ বানান ভুল। ওই তালিকায় স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের।
চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। এই ভুলের বিষয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম টেস্টকে ছাপিয়ে বিসিবির এই ভুল এখন আলোচনায়। অনেকেই ভুলটি মেনে নিতে পারছেন না। বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমালোচনা করছেন তারা।
উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এ টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।