একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এবার তার আড্ডার সঙ্গী হিসেবে দেখা যাবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। আজ দুপুর ৩টায় লাইভে আসবেন তারা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার সঙ্গে তামিমের লাইভ সেশন সাড়া ফেলেছে।
সবশেষ গতকাল বিদেশি তারকাদের মধ্যে তার আড্ডার অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তির পেসার ওয়াসিম আকরাম।
সর্বপ্রথম মুশফিকুর রহীমের সঙ্গে ২রা মে ইনস্টাগ্রামে লাইভ করেন তামিম। পরদিন একই প্ল্যাটফর্মে তার আড্ডার সঙ্গী ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরবর্তীতে দর্শকদের অনুরোধে লাইভ সেশনটি ফেসবুকে নিয়ে আসেন তামিম। স্বদেশি ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তার লাইভ সেশনটি দারুণ উপভোগ করেন ভক্তরা।
লিটন কুমার দাস-সৌম্য সরকার-তাইজুল ইসলাম-মুমিনুল ইসলামের সঙ্গে আড্ডার সেশনটিও উপভোগ্য ছিল।