বাংলা এক্সপ্রেস ডেস্কঃ সাত দিনের জন্য ঢাকায় ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানসংস্থা এয়ার এরাবিয়া।
ঢাকায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার এরাবিয়া। গত শুক্রবারে ঢাকায় করোনা পরবর্তী প্রথম ফ্লাইট পরিচালনা করে বিমান সংস্থাটি।
আজ বুধবার তাদের দ্বিতীয় ফ্লাইট পরিচালনার কথা থাকলেও পরিচালনা করা হচ্ছেনা ফ্লাইটটি। নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স এ পর্যন্ত ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার এ্যারাবিয়া অন্যতম। সপ্তাহের প্রতি বুধবার ও শুক্রবার এয়ার এ্যারাবিয়াকে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
উৎসঃ এভিয়েশন বাংলা নিউজ
Drop your comments: