এবার ঈদে শুধু সড়ক পথেই ৩১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯৮ জন। নৌ ও রেলপথ মিলিয়ে মৃতের সংখ্যা ৪৪০। আর সড়ক-নৌ-রেলপথে দুর্ঘটনার সংখ্যা ৩৫৪টি। গত সাত বছরের ঈদুল আজহার হিসেবে যা সর্বোচ্চ; এমন তথ্যই জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও গত ১৫ দিনে এই বাহনে চড়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩১ জন। আর আহত হয়েছেন ৬৮ জন। মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির হিসেবে এবার ঈদে রাজধানী ছাড়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। সংবাদ সম্মেলনে বলা হয়, মোটরসাইকেল নিষেধাজ্ঞার কারণে বাসে ৫০০ টাকার ভাড়া ২০০০ টাকা পর্যন্ত নেয়ার ঘটনাও ঘটেছে।