বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা তিন এর ৪৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ নভেম্বর) সকালে এপেক্স ক্লাব বান্দরবান এর আয়োজনে আবাসিক হোটেল হিলভিউ এর কনভেশন হলরুমে এই ৪৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী। এসময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান এম সাইম টিপু, আই পি এন পি এপেক্সিয়ান মো.আবদুল মতিন সিদ্দিক উপস্থিত ছিলেন। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে এপেক্স ক্লাব অব বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান মো. হাবিবুর রহমান, এপেক্স বাংলাদেশ এর এডিটর প্রেসিডেন্ট বুলেটিন এপেক্সিয়ান দিলীপ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।
এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিজি-৩ এপেক্সিয়ান মো.জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এসময় চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান এর আই পিপি এপেক্সিয়ান এডভোকেট জয়নাল আবেদীন ভুইঁয়া।
এসময় সম্মেলনে এপেক্সিয়ান বাবলা বৈদ্য, এপেক্সিয়ান মুজিবুর রশীদ, এপেক্সিয়ান বীনা পানি চক্রবর্তী, এপেক্সিয়ান মোহাম্মদ আলীসহ এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব চিম্বুক, এপেক্স ক্লাব অব ফাইতং এর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানবতার সেবা করা অত্যন্ত জরুরী। এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর তত্বাবধানে এপেক্স ক্লাব অব বান্দরবান বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বান্দরবানে নানা উন্নয়নমুখী কর্মকান্ড করে যাচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী বান্দরবানের পানির সমস্যা নিরসন,শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আবাসিক ছাত্রাবাসের সুযোগ বৃদ্ধিসহ বান্দরবানের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য এপেক্স ক্লাব এর সদস্যদের আরো অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।
সম্মেলনে এপেক্স ক্লাব অব ফাইতং এর নতুন কমিটির সাথে সকলের পরিচয় করিয়ে দেয়া হয় এবং ২০২৫ সালের ডিজি-৩ হিসেবে দিলীপ কুমার বড়ুয়ার নাম প্রস্তাবনা ও তা সর্বসম্মতিতে গৃহীত হয়।