
দিনভর হামলা-সংঘর্ষের পর রাত আটটা থেকে আগামীকাল বিকাল ছয়টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে গোপালগঞ্জে। জেলা শহরে সমাবেশ শুরুর আগে ও পরে দুই দফা হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়। হামলার পর এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।
Drop your comments: