এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের অব্যবস্থাপনা বন্ধসহ বিমানের টিকিটের মূল্য পুনর্বিবেচনা না করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন নুর।
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানী ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদের এ মানববন্ধনে আয়োজন করে সংগঠনটি।
এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের অব্যস্থাপনা বন্ধের দাবি জানিয়ে নুর বলেন, ‘বিমানের টিকিটের মূল্য পুনর্বিবেচনা করতে হবে। না হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে। যারা জনগণের জন্য কাজ করবে না, দায়িত্ব পালন করবে না তাদের প্রয়োজনে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হবে।’
নুর বলেন, ‘যারা প্রবাসে থেকে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তারা বিদেশে মিশনগুলো থেকে সহযোগিতা পাচ্ছেন না। দেশের সরকারি প্রতিষ্ঠান প্রবাসীদের কান্না শোনেন না। দেশের এজেন্সি-গুলো এক টাকার জায়গায় তাদের কাছ থেকে পাঁচ টাকা নিচ্ছে। ভোগান্তির মধ্য দিয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন তারা।’
তিনি বলেন, ‘দেশটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলছে। লুটেরা, দুর্বৃত্তদের হাতে এ দেশের ক্ষমতা ঘুরপাক খেয়েছে। রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন হয়েছে এ দেশে।’