‘থ্রি ইডিয়টস’ ছবিটি এখনও সিনেপ্রেমীদের মনের কোণে জায়গা ধরে রেখেছে। ছবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর গল্পের সঙ্গে দর্শক সহজেই একাত্ম হতে পেরেছিলেন। তার পর থেকেই বিভিন্ন সময়ে ছবিটির সিক্যুয়েলর দাবি উঠেছে। কিন্তু পরিচালক রাজকুমার হিরানির তরফে কোনও সম্মতি মেলেনি।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল আমির খান, আর মাধবন এবং শরমন জোশী অভিনীত ছবিটি। র্যাঞ্চো, ফারহান এবং রাজুর মজাদার গল্প আজও দর্শককে হাসায়। শুক্রবার এই ত্রয়ীকে আরও এক বার দেখা গেল। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা। দাবি উঠল ‘থ্রি ইডিয়টস’ এর পরবর্তী পর্ব কবে আসবে। কেউ আবার লিখেছেন, ‘‘এত দিন পর আপনাদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে।’’
আসলে শরমনের সাম্প্রতিক গুজরাতির প্রচারে অংশ নিয়েছিলেন আমির ও মাধবন। ছবির নাম ‘কনগ্র্যাজুলেশনস’। ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল ট্র্যাকসুটে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন শরমন। ইতিমধ্যে সেখানে একে একে মাধবন এবং আমির এসে হাজির হচ্ছেন। আমির ও মাধবন দু’জনেই শরমনের সঙ্গে ঠাট্টা করতে শুরু করেন। ফলে ভিডিয়োটি আবার নতুন করে রের্কড করতে চান শরমন।