দীর্ঘ একযুগ পর সৌদি আরব সফর করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার (১৯ মে) তিনি যোগ দিবেন আরব লিগের বার্ষিক সম্মেলনে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (১৮ মে) জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান মক্কার ডেপুটি আমির প্রিন্স বদর বিন সুলতান।
এর আগে, ২০১১ সালে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয় আরব দেশগুলো। তারই ধারাবাকিতায়, দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। তবে, গত মাস থেকে চীনের মধ্যস্থতায় শুরু হয় দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃনবায়নের উদ্যোগ। এতে, সাড়া দেয় উভয়পক্ষ। গত সপ্তাহেই, দূতাবাস পূণরায় খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাছাড়া, অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতেও আগ্রহী দেশগুলো।
মূলত, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে অঞ্চলটির একতা ফেরানোর চেষ্টায় নেমেছে সৌদি আরব। মেটানো হয়েছে ইরান-সিরিয়ার সাথে তিক্ততা। ইয়েমেনে দীর্ঘযুদ্ধের ইতি টানারও ঘোষণা দিয়েছেন এমবিএস।