আজিজুর রহমান দুলালঃ
গত শুক্রবার ৪ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মিয়ার বড় ছেলে এবং বর্তমান আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ এর বড় ভাই কাতার বাংলা স্কুল এন্ড কলেজের প্রভাসক আলহাজ্ব এ কে এম মহাসিন মিয়া মন্টু ভোর ৪ টায় অসুস্থ জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় কাতার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান আহমেদ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মোছা মিয়া।বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।