বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ হেফাজতে নিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল বের করা হয়। সেখান থেকে ড. আব্দুল মঈন খানকে আটক করা হয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
আটকের কথা জানিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বিষয়টি অস্বীকার করেন। পরে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থপ্রতীম এনটিভি অনলাইনকে জানান, তাকে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসার উদ্দেশে রওনা হয়েছেন।