হঠাৎ করে ঢাকার সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করার পর আকাশপথে উড়োজাহাজের টিকিট নিয়ে হাহাকার পড়ে গেছে।
পাশাপাশি বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রীভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। অথচ গত ১৫ দিন ধরে এ রুটে যাত্রীর অভাবে সব এয়ারলাইন্সের দুঃশ্চিন্তার শেষ ছিল না।
এমনকি ৫-১০ জন যাত্রী নিয়েও বরিশালসহ দেশের অনেক অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করেছে। যাত্রীর অভাবে সরকারি এয়ারলাইন্সটি ইতোমধ্যে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বরিশাল সেক্টরে ১টি করে ফ্লাইট বন্ধও করে দিয়েছে। কিন্তু সোমবার সন্ধ্যায় রাজধানীর সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই বেসরকারি দুটি এয়ারলাইন্স টিকিট বিক্রি বন্ধ করে দেয়। বুধবার সকাল থেকে পুনরায় টিকিট বিক্রি শুরু হলেও ৩ হাজার ৪শ’ টাকার টিকিট এক লাফে দ্বিগুণ হয়ে যায়।
এমনকি ঘণ্টাখানেকের মধ্যেই বুধবার সকাল ও বিকালে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে সরকারি-বেসরকারি ৫টি ফ্লাইটের সব টিকিট বিক্রি শেষ হয়েছে।
পরে বেসরকারি দুটি এয়ারলাইন্স বুধবার ৬৭ অ্যারোনটিক্যাল মাইলের বরিশাল সেক্টরে ৯ হাজার টাকায়ও বেশ কয়েকটি টিকিট বিক্রি করেছে।