বাংলা এক্সপ্রেস ডেস্কঃ গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকেই উৎপত্তি হয় করোনাভাইরাসের। বিশ্বজুড়ে ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকলেও উৎপত্তিস্থল উহানে এটি নির্মূল হয়েছে। গুরুতর আক্রান্ত আর কেউ নেই উহানে। এই সাফল্যে শহরটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত জানুয়ারিতে লকডাউন করা হয় উহান, প্রত্যাহার করা হয় এপ্রিলে। এই কয়েক মাসে কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার সুফল পায় শহরটি।
ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির টেকনিক্যাল প্রধান ড. মারিয়া ফন কারখোভ বলেছেন, ‘উহানে গুরুতর আক্রান্ত আর কেউ নেই, খবরটা শুনে দারুণ লাগছে। মহামারির শুরুতে ওই শহরের সবচেয়ে ক্ষতি হয়েছিল। প্রশংসা ছাড়া আর কিছুই বলার নেই। উহানের মানুষদের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’
জরুরি পদক্ষেপ মেনে যারা ঘরে থেকেছেন তাদের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেছেন, ‘আপনাদের অভিবাদন জানাই। আপনাদের কর্মকাণ্ড ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। বিশ্বকে দেখিয়ে দিলেন কী করতে পারেন আপনারা। এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য কৃতজ্ঞতা।’
শনিবার একদিনে চীনে কেবল একজনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। টানা চারদিন হলো দেশটিতে কেউ মারা যায়নি।