লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মারামারির ঘটনার পর বিরোধ নিরসনে উস্কানিমূলক কর্মকাণ্ড ত্যাগ করে ভারতকে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনা সামরিক বাহিনীর এক মুখপাত্র এই আহ্বান জানিয়ে বলেছেন, সীমান্তে নিয়োজিত সেনাদের ভারতকে অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সোমবার রাতে বিরোধপূর্ণ কাশ্মিরের লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাত হয়। এতে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই ঘটনায় চীনের অন্তত ৪৩ সেনা নিহত বা মারাত্মক আহত হয়েছে। তবে চীনা কর্তৃপক্ষ কোনও হতাহতের কথা স্বীকার করেনি।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ঝিয়াং সুলি এক বিবৃতিতে বলেছেন, সোমবার (১৫ জুন) রাতে চীন ও ভারতীয় সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষের আগে ভারতের সেনারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালায়।