আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার হোরপাড়া গ্রামে বাচ্চু মিয়া ও শাহ আলম খাঁ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন হোরপাড়া গ্রামের মোঃ ভাসা (৩৫), হায়দার আলী (৩৪), রফিকুল ইসলাম (৩০), সাহেরা খাতুন (৩০) ঝরণা খাতুন (৩২), আজিরন (৩৩), শাহ আলম (৫২) ও বাচ্চু মিয়া (৫০)। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।তাদেরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের মাঠে ১৮ শতক ফসলী জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের বাচ্চু মিয়া ও শাহ আলম খাঁ’র মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমির দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ লাঠি সোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়।এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সাহেব গণি জানান, দ্রুত ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দু’পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে।বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।