কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে পশুর হাটে বেশীর ভাগ ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক নেই। আবার কারো মুখে মাস্ক থাকলেও তা রেখে দিয়েছে থুঁতনির নিচে।নেই কোন সামাজিক দুরত্বের বালাই,ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।
বৃহস্পতিবার দুপুরে এমন চিত্র দেখা গেছে পশুর হাটে।সরকারের সকল বিধি নিষেধকে বৃদ্ধাগুলি দেখিয়ে নির্বিঘ্ন চলছে উলিপুর পশুরহাট।করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে নানা বিধি নিষেধ থাকলেও তা মানছেন না কেউই। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন কিংবা হাট ইজারাদারদের নেই কোন উদ্যোগ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরে-এ-জান্নাত রুমি বলেন,সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট বসানোর কথা। কিন্ত মানুষ সচেতন নয়। সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে এ পর্যন্ত ৮হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।