কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অসহায় ও ভিক্ষুক পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
শনিবার (২মে এপ্রিল) রাতে উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ড নারিকেল বাড়ি ছড়ারপাড় গ্রামের হাজেরা বেওয়া,গোলাপী বেগম(কর্মহীন পরিবার),ফটিক মিয়া,তারা বেওয়া(ভিক্ষুক), সোনাভান বেওয়া(ভিক্ষুক) এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের যুগিপাড়া কানিপাড়া এলাকায় অসহায় পরিবারগুলোকে পুলিশ সুপারের পাঠানো খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি-সার্কেল আল মাহমুদ হাসান।
পুলিশ সুপারের পাঠানো খাদ্যসামগ্রী হাতে পেয়ে তারা বেওয়া(ভিক্ষুক), সোনাভান বেওয়া(ভিক্ষুক) হাসিমুখে জানান,হামরা মানসের বাড়ি বাড়ি ভিক্ষা করি খাই,ভাইরাসের কারণে কারো বাড়িত মানসে যাবার দেয়না, এসপি স্যার হামাক খাবার দিছে,হামরা তার জন্য দোয়া করি।