ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খুন করছে এক স্বামী। ঠাণ্ডা পানি না পেয়ে স্ত্রীকে জগ দিয়ে আঘাত করে হত্যা করে কামাল উদ্দিন। শনিবার (১৬ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় ইফতার করার সময় কামাল উদ্দিন তার স্ত্রী শেলীর কাছে ঠান্ডা পানি চায়। শেলী নেই বলে জানালে তাকে জগ দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে শেলী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই কামাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’