৬ আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুইটি আসন ১৪ দলীয় জোটকে ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দলটি। আর একটি আসনে প্রার্থী উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে, সেগুলো হলো বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
আর ঠাকুরগাঁও-৩ আসনে জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া চার আসনে জাসদ (ইনু) প্রার্থী দেবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসননে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।
Drop your comments: