আজিজুর রহমান দুলালঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
মঙ্গলবার (৭মে) সকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের নিকট পদত্যাগ পত্র জমা দেন।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান বলেন,আমার ইউনিয়নের জনগণ আমাকে বার বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। তারা আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। তাদের অনুমতি নিয়েই পদত্যাগ পত্র জমা দিয়েছি।
Drop your comments: