পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, উন্নত দেশের তালিকায় এখন বাংলাদেশ লিপিবদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে জয়ী করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম বদরুল হোসেন স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
মাসুক মিয়ার সভাপতিত্বে এবং রিংকু রঞ্জন দাশ ও মাহবুবুল ইসলাম কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।