বাসুদেব বিশ্বাস, বান্দরবান : আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক ভ্রমণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ির স্টেশনগুলোতে ভীড় করছেন পর্যটকেরা।
কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলন, পাহাড়ে জঙ্গি সংগঠনের আস্তানা এবং পাহাড়ে র্যাবের অভিযান সহ পর্যটকদের নিরাপত্তার কারণে এ পর্যটনকেন্দ্রে এতদিন বন্ধ ছিল।
গত ১৭ জানুয়ারি ২০২৪ইং বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়।
তবে দুর্গম এলাকায় যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।