উগান্ডায় জেল পালিয়েছে ২১৯ বন্দি। পালানোর আগে তারা অস্ত্রাগার থেকে ১৫টি একে-৪৭, ২০টি ম্যাগাজিন ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইজন নিহত ও দুইজনকে পুনরায় আটক করতে সক্ষম হয়। খবর-আল জাজিরার।
বুধবার রাতে দেশটির উত্তর-পশ্চিম এলাকার মরোটো জেলায়। সে এলাকাটিতে সেনা ব্রাকও রয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেছেন, ২১৯ জেলা পলাতক বন্দির মধ্যে আমরা দুইজনকে পুনরায় ধরতে সক্ষম হয়েছি। আর অভিযানে পলাতক বন্দিদের মধ্যে দুইজন নিহত হয়েছেন।
তিনি বলেন, পলাতকদের মধ্যে মারাত্মক অপরাধী রয়েছে। ধর্ষক, ডাকাত ও খুনির মতো অপরাধী রয়েছে।
পলাতক বন্দিদের হাতে অস্ত্র ছিল এবং সারা রাত ধরে অন্ধকারে লুকিয়ে ছিল, তাই তল্লাশি অভিযান কঠিন হয়ে পড়েছিল। তারা সারা রাত গায়েব ছিল। তাই আমাদের তল্লাশি অভিযান জটিল হয়ে পড়েছিল। কিন্তু আমরা তাদের ধরবোই, যোগ করেন এ সামরিক কর্মকর্তা।