
রিমন মেহেবুব রোহিত, উখিয়া প্রতিনিধিঃ উখিয়ায় অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন নামে এক মাদককারবারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত মাদকের নির্ধারিত মুল্য প্রায় তিন কোটি টাকার ও বেশি।
আটককৃত মাদককারবারী নাছির উদ্দিন রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার চেহের আলীর ছেলে।
রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে করইবনিয়া নাছির উদ্দিনের খামার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করতে সাক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির। তিনি বলেন আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ উখিয়া থানা হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়। এ মামলায় আরো ৪ জন পালাতক আসামীও রয়েছে।
Drop your comments: