কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতির কারণে কুড়িগ্রামে এবারের আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাইরে ঘোরাফেরা না করে, সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পুলিশ সুপার বলেন,এবার একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছি,আমরা প্রত্যেক বছর খোলা আকাশের নিচে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করি। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদগুলোতে একটা নির্দিষ্ট সময় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।সেজন্য মসজিদ কমিটি ও সম্মানিত মুসল্লিদের প্রতি অনুরোধ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করবেন।
তিনি আরো বলেন,ঈদের দিনে বিনোদনের নামে ঘোরাঘুরি বা কোনো বিনোদন কেন্দ্রে ভীর করা যাবে না। বিনোদন কেন্দ্রে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।বিশেষ করে ধরলার দুইটি সেতুতে আলাদাভাবে পুলিশের চেরপোস্ট থাকবে।আপনারা ঘরেই থাকুন,আপনাদের জন্য আমরা বাইরে আছি।