তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতের প্রস্তুতি নিয়েছে মৌলভীবাজার পৌরসভা। ঈদের দিন মুসল্লিদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শহরের শাহ মোস্তফা সড়কের পাশে জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ ময়দান।
প্রায় ২বছর পর ঈদের নামাজে সরিক হবে মুসল্লিরা, করোনা ভাইরাস এর জন্য গত ২ বছর ঈদের জামাতে নিষেধাজ্ঞা থাকায় বন্ধ ছিল, এবার সকলে সাচ্ছন্দ্য জামাতে অংশ গ্ৰহন করবেন এমনটাই আশা করছেন কতৃপক্ষ।
ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের ১ম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়, ২য় জামায়াত সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামায়াত সকাল সাড়ে ৮টায়।
পবিত্র ঈদের নামাজের ১ম জামায়াতে ইমামতি করবেন শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আব্দুল মুহিদ, ২য় জামায়াতে ইমামতি করবেন, পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. মুহিবুর রহমান, ৩য় ও শেষ জামায়াতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা। ঈদগাহের বাহিরেও বিশাল পেন্ডেল তৈরির কাজ হচ্ছে, যাতে করে মুসল্লিরা স্বাচ্ছন্ধে নামাজ আদায় করতে পারেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ঈদগাহে ঈদের জামায়াতে সবাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজে আসার অনুরোধ জানিয়েছেন। নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।এছাড়া আবহাওয়া অনুকূলে না থাকলে মসজিদে জামায়াত অনুষ্টিত হবে। শহরে প্রায় অর্ধশতাধিক মসজিদ ঈদ জামায়াতের জন্য প্রস্তুত রয়েছে।