
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ গেছে। ফলে দেশিটিতে আগামী ৬ মে (শুক্রবার) ঈদুল আজহা পালিত হবে।
আজ মঙ্গলবার (২৭ মে) খালিজ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে। এই তারিখের ভিত্তিতে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ জিলহজ অর্থাৎ ৬ জুন (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সৌদি আরব ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ মে (শুক্রবার) ঈদুল আজহা পালন করা হবে।
Drop your comments: