ইয়েমেনের আদেন বিমানবন্দরে গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। বুধবার ইয়েমেনের নতুন সরকার বিমানবন্দরে পা রাখা মাত্রই একাধিক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এসময় সেখানে ছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ নতুন মন্ত্রীরা। হামলার পরপরই তাদের অক্ষত অবস্থায় মাশেক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়।
তবে ঘটনা সেখানেও শেষ হয়নি। তারা প্যালেসে প্রবেশের কয়েক ঘণ্টা পর ওই এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিমানবন্দরে এভাবে হামলাকে বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সৌদি আরবের সমর্থিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেয়েরেসও।
Drop your comments: