শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচং উপজেলার এক নম্বর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবজল হোসেনকে তের পিস ইয়াবাসহ গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় (৯ ফেব্রুয়ারী) রোজ বুধবার দিবাগত রাতে ০৮.৪৫ ঘটিকার সময় অত্র থানায় কর্মরত এসআই রাকিব হোসেন, এসআই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় চতুরঙ্গ রায়ের পাড়া সাকিনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ আবজল হোসেন (২৪) পিতা- মোঃ আলতাব হোসেন, সাং- দত্তপাড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Drop your comments: