ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। এসময় বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়।
মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাসে ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয়। এসময় মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। ফলে সেখানেই তারা তাদের কর্মসূচির সমাপ্ত করে।
এসময়, মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সকলকে ফ্রান্সের পণ্য বয়কট আহ্বান জানান তারা।
Drop your comments: