আকাশপথে বিমান যোগাযোগ চালু করতে ইসরায়েলের সঙ্গে সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে বাহরাইন। গত সোমবার বাহরাইনের মন্ত্রিপরিষদ চুক্তিটি অনুমোদন দেয়। ২০২১ সালের জানুয়ারি থেকে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার কথা জানায় ইসরায়েলের বিমান সংস্থা ইসরেইর।
প্রথম দিকে সপ্তাহে দুটি করে ফ্লাইট থাকবে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বিএনএ এক বিবৃতিতে জানায়, পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা চুক্তি মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে বিমানসেবা চালুর চূড়ান্ত সমঝোতা চুক্তি সম্পন্ন করতে আইন ও বিচার মন্ত্রণালয় কাজ করছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চুক্তি স্বাক্ষর করে। ১৯৬৭ সালে ফিলিস্তিন দখলের পর থেকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক করে জর্দান, মিসর, আরব আমিরাত, বাহরাইন ও সুদান।
সূত্র : আনাদোলু এজেন্সি