ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করল আরব আমিরাত।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) মোহাম্মদ মাহমুদ আল খাজা শপথ গ্রহণ করেন। তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও গভীরতর করার জন্য আপনাকে কাজ করতে হবে।
তিনি বলেন, এ কাজ এমন হতে হবে যাতে আরব আমিরাত ও ইসরাইলের শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি বজায় থাকে।
ইসরাইলও গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নায়েহ নামে একজন কূটনীতিক।
Drop your comments: