বিএনপির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তাকে না পেয়ে বাসার দারোয়ানকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে ইশরাকের রাজধানীর গোপীবাগের বাসায় তল্লাশি চালানো হয়।
ইশরাকের ড্রাইভার হাজী আবদুর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৫ থেকে ৩০ জন ডিবি পুলিশ এসে ইশরাক হোসেনের রাজধানীর গোপীবাগের বাসায় তল্লাশি চালায়।
এ সময় বাসার গেট ভাঙচুর করে এবং তাকে বাসায় না পেয়ে দারোয়ান মহসিন মিয়াকে (৫৫) তুলে নিয়ে যায়।
সোমবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।
এর আগে, গত ৫ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি সময়ের আবেদন নামঞ্জুর করে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ওই মামলায় ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাককে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।