বৈরিতা ভুলে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ইঙ্গিত দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল বুধবার (২৮ এপ্রিল) আল-আরাবিয়া টেলিভিশনকে বিশেষ সাক্ষাৎকার দেন তিনি।
মোহাম্মদ বিন সালমান বলেন, মধ্যপ্রাচ্যের উন্নয়নের স্বার্থেই তেহরানের সহযোগিতা চায় রিয়াদ। তবে শিয়া-সুন্নি অধ্যুষিত দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে কিছু সংকটের কথা তুলে ধরেন যুবরাজ। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন দেশে জঙ্গিবাদকে সমর্থন ইত্যাদি সমস্যা থেকে উত্তরণে মিত্রদেশগুলোর সাথে কাজ করছে সৌদি আরব।
চলতি বছরই বিবিসি জানিয়েছিলো, দু’দেশের শীর্ষ প্রতিনিধিরা গোপন বৈঠক করেছেন। সৌদি আরবের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। আর ইরান বলেছিলো যে কোনো ধরনের সংলাপকে স্বাগত জানায় তারা।
Drop your comments: