হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এখন সংবিধানের অধীনে প্রেসিডেন্টের পদ পূরণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার কথা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের-এর। এ বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির। সংবিধানের ১৩১ ধারা অনুযায়ী, এই পদে আসার কথা ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের। তাকে অনুমোদন দেয়ার পর সুপ্রিম নেতা অনুমোদন বা নিশ্চয়তা দিলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসবেন। তাকেই বাকি সব কর্মপ্রক্রিয়া নির্ধারণ করতে হবে।
বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের বয়স ৬৮ বছর। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনিই হচ্ছেন নতুন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট। তার নেতৃত্বে স্পিকার ও বিচার বিভাগের প্রধান মিলে প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
মোহাম্মদ মোখবেরের জন্ম ১৯৫৫ সালের ১লা সেপ্টেম্বর। তাকে সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির খুব ঘনিষ্ঠ বলে দেখা হয়।