ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসআইএল) এর হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র শাফাক নিউজ অ্যাজেন্সিকে জানিয়েছে, মিকদাদিয়া শহরের আল-রাশাদ গ্রামে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল। সেখানে পাঁচজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে এবং হামলাকারীদের খোঁজে এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করেছে।
সাবেরিয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জঙ্গি হামলায় ১৩ জন মারা গেছে এবং ১০ জন আহত হয়েছে।
Drop your comments: