হামলার শিকার হয়েছেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম। রোববার আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। এক টুইটার বার্তায় এই ঘটনার কথা নিজেই জানিয়েছেন রেহাম।
সেই সঙ্গে এর জন্য ক্ষোভ প্রকাশ করে ইমরান সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এক সময়ের সাংবাদিক ও টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন।
কিন্তু ২০১৫ সালেই তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই ইমরান খানের ওপর চরম ক্ষ্যাপা রেহাম। সুযোগ পেলেই সাবেক স্বামীর সরকারকে তুলোধোনা করেন তিনি।
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন। হিন্দুস্তান টাইমস।
Drop your comments: