পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। অবমাননার এক মামলায় ইমরান খানসহ তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। খবর এনডিটিভির।
পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে পিটিআই নেতাদের এক বিবৃতির ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।
নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করে। এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন নিসার দুরানি। ইমরান খান ছাড়াও ফাওয়াদ চৌধুরী ও আসাদ উমরের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
গত বছর আগস্ট ও সেপ্টেম্বরে পিটিআই নেতাদের নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। পিটিআই নেতারা একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিলেন।
আগের শুনানিতে নির্বাচন কমিশন পিটিআই নেতাদের বেঞ্চে হাজির হওয়ার শেষ সুযোগ দিয়েছিল।