তালেবান যোদ্ধাদের সাথে আফগান সরকারের শান্তি আলোচনার মধ্যেই কাবুল সফর করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডন’র।
বৃহস্পতিবার এক সফরে কাবুল পৌছান পাক প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের এটি প্রথম আফগানিস্তান সফর। একইসাথে আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার চলাকালীন সময়েও কোন সর্বোচ্চ পাক সরকারি অফিসিয়ালের প্রথম সফর।
ইমরান খানের সাথে এই সফরে আছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিআইআই এর প্রধান লে. জে. ফাইজ হামিদ, পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদ, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আব্দুল রাজ্জাক দাউদ, বিশেষ আফগান প্রতিনিধি মাহমুদ সাদিকসহ অন্যান্যরা।
আফগান সফরে চলমান শান্তি আলোচনা, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যসহ নানা বিষয়ে আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানির সাথে আলোচনা করেন ইমরান খান।