চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুজিবুল হক চৌধুরী নামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছেন, ইভিএম থাকার কারণে তিনি সমস্যায় পড়েছেন। নাহলে রাতেই সব ভোট নিয়ে নিতেন। এছাড়া এক রাতে ২০ হাজার ভোট নেয়ার অভিজ্ঞতাও আছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।
অভিযুক্ত মুজিবুল হক চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বলে আসন্ন ইউনিয়নে পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী। শনিবার (২৮ মে) বিকেলে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নাম নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রকাশ্যে এই ঘোষণা দেন তিনি। তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মুজিবুল হক চৌধুরী বলেন, ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম, আপনারা ভোটকেন্দ্রে যাবেন, আঙুলে ছাপ দিয়ে ভোট দেবেন। ছাপ দিতে না পারলে সেখানে আমি ছাপ দেয়ার মানুষ রাখবো।
তিনি আরও বলেন, ‘রিকশায় করে পারেন, যেমন করে পারেন ভোট দেয়ার জন্য যাবেন। কারণ ইভিএমের ভোট। ইভিএম না হলে সব আমি মেরে দিতাম। কাউকে খুঁজতাম না। কথা বুঝেন নাই।
ইভিএমে আইডি কার্ড না ঢুকালে হয় না। ওটা হলে ভোট আমি রাতেই নিয়ে নিতাম। তাই আপনাদের কষ্ট করে সেটা (এনআইডি) নিয়ে যেতে হবে। মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেন নাই। আমি তো প্লেয়ার। একেবারে ২০ হাজার নিয়ে ফেলি। সরকার ইভিএম একটা করছে, কী করবো।
এদিকে এই বক্তব্য নিয়ে জানতে চাইলে মুজিবুল হক চৌধুরী বলেন, এটা সম্পূর্ণরূপে এডিট করা। আমি এমন কিছু বলিনি। আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে।