এম আই সুমন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার মা জোবেদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য শেখ আব্দুস সালাম।
বৃহস্পতিবার ইবির তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উক্ত শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পাশাপাশি পৃথক পৃথক র্বাতায় শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।
এছাড়াও অন্য এক বার্তায় শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
জানা যায়,অধ্যাপক ড. আলমগীর হোসেনর মা জোবেদা বেগম (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।