কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৯ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টায় উপজেলা চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে সারা দেশের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগন ৮ দফার দাবীতে মানববন্ধন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন তিন শতাধিক শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন, এ উপজেলার ৯৩টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা আহবায়ক আব্দুর রশিদ ও অত্র জোটের উপজেলা শাখার সদস্য সচিব ফকরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা লিয়াকত আলী সরকার, আব্দুল কাদের, মর্জিনা বেগম, শাহিনা আক্তারসহ প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে ১৯৮৪ সাল থেকে মানবেতর জীবন-যাপনসহ বর্তমান ৮ দফা দাবী তুলে ধরেন। বক্তারা আরো জানান, আগামী ১৬ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয় ও ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসুচির ঘোষনা দেয়।
মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।